একটা পুরুষ
শেখ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ
একটা পুরুষ বুক পাঁজরে
কষ্ট লুকায় রাখে!
প্রিয়জনের সুখের তরে
নিজে জ্বলতে থাকে!
দহন জ্বলার খোঁজ খবরটা
রাখে না কেউ ভবে!
প্রাপ্তিযোগে কম হলে তাই
ফেঁপে ওঠে সবে!
তবুও পুরুষ উজাড় করে
নিজকে মেলে ধরে!
বুকের ভেতর রক্তক্ষরণ
শান্তি ফিরে ঘরে!
কেউ জড়ায় না ভালোবেসে
গভীর প্রেমের ঘোরে!
স্বার্থ রণে আপন জনে
থাকে কাছে-দূরে!
হৃদ মাঝারে। স্বপ্নে সাজায়
রঙিন প্রেমের ছোঁয়া!!
প্রেমটা পুড়ে, রাত দুপুরে
হয় না কেবল ধোঁয়া!
লেখক কর্তৃক সত্ব সংরক্ষিত
উলচাপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।