চোরাবালি
মোঃ আকিকুল ইসলাম ফকির রুবেল
পথের ক্লান্তি ভুলে
তোমাকে সাথে নিয়ে
দুর্গম পাহাড়ের পথ ধরে
ছুটে চলা পথিক আমি।
অজানা কে জয় করতে
অন্ধকার পথে চলে
দিনের আলোয় খুঁজি
তোমার মুখে চাঁদের হাসি।
তুমি আসবে বলে
এককোটি বছর ধরে
চোরাবালির উপর দাঁড়িয়ে
তোমার প্রহর গুনি।