ভালোমন্দ
হানিফ রাজা
ভালো কাজে আসবে শতো বাধা
তাই বলে কি ভেঙে যাবে শোকে?
মন্দ ভালো এই ধরনীর মাঝে
কাটা ছুড়বে গায়ে কিছু লোকে।
মন্দ লোকের স্বভাব নিন্দা করা
তাই বলে কি যাবে তুমি থমকে?
যখন তুমি করবে ভালো কারো
নিন্দুকেরা দেখে যাবে চমকে।
সমালোচক চাইবে করতে হেয়
দিতে পারে বাধা তোমার কাজে,
তাই বলে কি রাখবে নিজকে দূরে?
মাথা তুলে লড়বে সমাজ মাঝে।
ভালোমন্দ সবাই কি সব বুঝে
স্বভাব তাদের বলবে মন্দ কিছু,
ধৈর্য্য ধরে চললে নিজের মতো
করবে তখন ওরা মাথা নিচু।
পিছন থেকে চেপে রাখতে সবে
নানান ফন্দি আঁটতে থাকে মনে,
সকল বাঁধাবিঘ্ন দূরে ঠেলে
জয়টি আনতে চলো সংসার রণে।