সর্বশ্রেষ্ঠ আল কোরআন
শাকিল মাহমুদ শাহিন।
এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই
পবিত্র আল কোরআন
জীবন দিয়ে হলেও মুসলিম
বাঁচিয়ে রাখবে মান।
কোরআন শরীফ পাঠ করিলে
পাইবে দ্বীনের আলো
নবীর কাছে বাণী যখন আসতো
লাগতো মনে ভালো।
মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্ম
এক মাত্র ইসলাম
দিনে রাতে পাঁচ ওয়াক্ত আমরা
পড়ি নামায কালাম।
মনে রেখো কোরআন হলো
আল্লাহর দেওয়া বাণী
বিশ্বের মুসলিম আমরা সবে
মনে প্রাণে তা মানি।
কোরআনের প্রতিবাদ করতে গিয়ে
শহীদ হয় কত ভাই
তাদের আত্মার শান্তির জন্য
দুআ আমরা চাই।
যার যার ধর্ম তার কাছে বড়
দেয়নি মুসলিম বাঁধা
বিচার চাই ওদের আমরা
মুসলিমদের কেন কাঁদা।