সুখ বসন্তে
আসাদুজ্জামান খান মুকুল
খুঁজে খুঁজে নানান স্থানে
ডাকছি তোমায় মনে-প্রাণে
তুমি হীনে সখী আমার ঝরছে চোখে জল!
কোন্ কারণে ওগো প্রিয়া
দূরে ছিলে ফাঁকি দিয়া?
দিনে দিনে ভেঙেছে তাই আমার মনের বল!
কাছে এলে বহু দিন পর
বইছে এতে পুলকের ঝড়
ক্যামনে ইহা তোমায় আমি বুঝাই বলো আজ!
মনটা চাহে তোমায় নিয়ে
তেপান্তরে পাড়ি দিয়ে
প্রেম যমুনায় ভাসাই তরী ছুঁড়ে সকল লাজ!
সুখ বসন্তে তোমায় ছাড়া
ছিলাম আমি পাগলপারা
জোয়ারের জল বেড়ে যেন ভাঙছে নদীর কূল!
সব অভিমান ছুঁড়ে ফেলে
আসছো মনের পাখা মেলে
দুজনে তাই প্রেমের বাগে ফুটাবো আজ ফুল !