সৈয়দপুরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও আ'লীগের ২ সদস্য গ্রেফতার
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
ছাত্র জনতার আন্দোলন চলাকালে সন্ত্রাসী হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাতে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব কুমার রায় (৩৪) ও উপজেলা আওয়ামীলীগের সদস্য হামিদুল ইসলাম (৪৮)। শুক্রবার (৪ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। এনিয়ে গত দুই দিনে গ্রেফতারের সংখ্যা দাড়ালো ৬ জনে।
সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিনের নেতৃত্বে
পুলিশের উপ পরিদর্শক আকমল হোসেনসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে পৃথক পৃথক অভিযান শহরের কুন্দল এলাকার বাসা থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব কুমার রায় (৩৪) এবং কয়ানিজপাড়া এলাকার বাসা থেকে আওয়ামী লীগ সদস্য হামিদুল ইসলামকে (৪৮) গ্রেফতার করে।
এর আগে গত ২ অক্টোবর রাতে খাতামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী লীগ সদস্যসহ চার জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ফিজানুর চৌধুরী (৫৮), তাঁর পুত্র খাতামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ চৌধুরী (৩৪), উপজেলা কৃষক লীগ সদস্য হারুণ অব-রশিদ (৪১) এবং আওয়ামীলীগ কর্মী সাইদুল ইসলাম (৪২)। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালে পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যে ছাত্র জনতার ওপর হামলা, মারপিট, বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফইম উদ্দিন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।