সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের সংবর্ধনা ও প্রীতি মিলনী
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
সৈয়দপুরের অরাজনৈতিক মানবিক ও সামাজিক সংগঠন "সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোস)" এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সংগঠকদের সংবর্ধনা, প্রীতি মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ অক্টোবর সকালে মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেম সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মেডিসিন ও কার্ডিওলজি চিকিৎসক মো. সাজেদুল ইসলাম সাজু। সংগঠনটির উপদেষ্টা ব্যাংকার মো. সেকেন্দার আলী সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোসফেক-উল-হাসান, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক মো. সাহাবাজ উদ্দিন সবুজ, তুলশীরাম সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী বেগম, শাপলা মেটালিক স্বত্তাধিকারী ও সমাজসেবক আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল, হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মুকুল হোসেন, ব্যাংকার জাকারিয়া আল মাসুদ, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজেদুল আলম বাবু, শ্রমিক নেতা খায়রুল বাশার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দেড় সহস্রাধিক শহীদের আত্মদান এবং ত্রিশ হাজারের অধিক ছাত্র জনতার আহত হওয়ার বিনিময়ে অর্জিত জুলাইয়ের বিপ্লবকে ধারন করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে নিজেদের সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একটি সুন্দর, কল্যানমুলক সমাজ বিনির্মানে ছাত্র জনতা কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবে। সৈয়দপুরের অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে সোস পুর্বের চেয়েও আরো বেগবান ভুমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
সোস সংগঠক নুরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সোস পরিচালক শরিফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সোস সংগঠক মুবীন ইসলাম, আদম সরকার, মুজাহিদ মাসুম, আরিফুল সবুজ, সেতু চৌধুরী, আশরাফুল,শামীম প্রমুখ। অতিথিদের বক্তব্যের মাঝে মাঝে সোস সংগঠক সেতু, আদনান, আনিস, মতিউরসহ অন্যান্য সংগঠকদের সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে।