বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শাহাদাত বরনকারী সৈয়দপুরের সাজ্জাদের কবর জিয়ারত করল "সোস"
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাত বরনকারী সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেছেন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোস) এর সংগঠকবৃন্দ। গত ৭ অক্টোবর দুপুরে শহরের হাতিখানা কববস্থানে এই কর্মসূচী পালন করেন।
সংগঠনটির সদস্য হাফেজ আব্দুল্লাহ আনসারী শহীদ সাজ্জাদ হোসেনসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। আহতদের সুস্থতা কামনায় এসময় দোয়া করা হয়। সংগঠনটির পরিচালক শরিফুল ইসলামের উপস্থিতিতে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা শাপলা মেটালিক স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল, সোস উপদেষ্টা ও হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মুকুল হোসেন, সোস সংগঠক আব্দুল মুবীন, শামীম, ওমর ফারুক সেতু, শরীফুল ইসলাম, হাবীবুর রহমান প্রমুখ।
এসময় পরিচালক শরীফুল ইসলাম বলেন, দেড় সহস্রাধিক শহীদের আত্মদান এবং ত্রিশ হাজারের অধিক ছাত্র জনতা আহত হওয়ার বিনিময়ে অর্জিত জুলাইয়ের বিপ্লবকে ধারন করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে ছাত্র জনতা কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবে। সৈয়দপুরের অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে সোস পূর্বের চেয়েও আরো বেগবান ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।