দিয়াশলাই কাঠি
হানিফ রাজা
দিয়াশলাই কাঠি কবি
বারুদ হয়ে জ্বলে,
অন্যায়ের কাজ দেখলে তাহার
কলম কথা বলে।
বর্ণমালা দিয়ে কবি
গাথে শৈল্পিক মালা,
দ্রোহের শব্দে হয় প্রতিবাদ
আনতে জীবন পালা।
কবি হলো প্রগতিশীল
আলোর পথে থাকে,
মানবিক আর উচিত কথায়
নাড়ায় সদা তাকে।
কবির লেখায় ফুটে ওঠে
অসঙ্গতির চিত্র,
তাই তো কবি সবসময়ই
হোন না কারো মিত্র।
কবি হলো বাস্তববাদী
প্রতিবাদী ভাষা,
ভালোমন্দ লিখে সদা
মিটায় মনের আশা।