""নিজস্ব নীড়""
মোঃ আকিকুল ইসলাম ফকির রুবেল
গভীর রাতে যখন
পাখিরা গান করে,
অধীর আগ্রহে শুনি
নীড় হাড়ানোর কথা।
তুমি কি শুনতে পাও
হৃদয় ভাঙার শব্দটা,
জানি অনুমান করা
তোমার দুরুহ ব্যাপার।
চিৎকার করা বালক
নিঃশব্দে পথ চলে,
পায়ের শব্দে যেন
কারো ঘুম না ভাঙ্গে।
জানে ঐ বিধাতা
তোমায় না পাওয়া,
হৃদয় ভাঙার হাহাকার
সাক্ষী থেকো ও প্রিয়া ।
সকল পাখি ফিরুক
তার নিজস্ব নীড়ে,
যোগল বন্ধী হোক
একই মায়া ডোরে।