পালাক্রমে
শেখ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ
রিসেট বাটন চাপলে যদি
মুছে যেতো সব!
ভালো মন্দের ডাটাবেজটা
কোথায় পেতেন রব!
মহান রবের যত্নে সবে
বাড়ছে দিনে রাত।
সময়মতো ছেঁটে দিচ্ছেন
অবাঞ্চিত জাত!!
তবুও কেন হুঁশ হারায়ে
করছি কিস্তি মাত!
আলোর ঘোরে লাফান শেষে
আসবে আঁধার রাত!
ক্রোধের বশে প্রতি হিংসায়
করছি কেমন কাজ?
এটাই হলো আসল দর্পণ
সত্যিকারের সাজ!!
বদল আসুক মন্দ কাজের
ভালোই কেন চাপ!
এমন হলে পালাক্রমে
আসবে দহন তাপ?
লেখক কর্তৃক সত্ব সংরক্ষিত
উলচাপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।