পিঁপড়ে
মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
ছোট্ট ছোট্ট ছয়টি পায়ে
হেঁটে চলে যায়,
চলতে যেয়ে ঘটলে বাঁধা
জোরে ঘা দেয়।
সারি সারি চলছে তারা
নেই যে ঝামেলা,
কোন কিছুর গন্ধ পেলে
হয় তারা উতলা।
ছয়টি পায়ে দৌড়ে যায়
সারি সারি হয়ে,
সবাই মিলে খাবার খায়
কিছু আসে নিয়ে।
দেখতে তারা ছোট্ট হলে
কাজটি বেশ বড়,
সব কিছুকে হার মানায়
যতই মনে করো।