বৃষ্টি ধোয়া আঁখি
–মীর জাহান ভুঁইয়া
বারান্দার দেয়াল ঘেসে
বকুলগাছ দাঁড়িয়ে হাসে,
বৃষ্টি ঝরে অঝোর ধারায়
বকুলের ঐ ভেয়ে শাখায়।
বারান্দায় দাঁড়িয়ে একা
রিম ঝিমঝিম বৃষ্টি দেখা,
মনে পড়ে বৃষ্টিতে ক্ষণ
বিষন্নতা গ্রাস করে মন।
বৃষ্টির এই ভেজা ক্ষনে
কথা বলি তোমার সনে,
বৃষ্টি আর তোমার কথা
যেনো একই সুতোয় গাঁথা।
অঝর ধারায় চারিদিকে
তুমি ও আমি দাঁড়িয়ে থেকে,
ফোঁটা ফোঁটা বৃষ্টিয় ছুঁয়ে
দেহ ও মন দেয় ভিজিয়ে।
বৃষ্টি ধোয়ায় আঁখি পানে
তাকিয়ে আছি নিবির মনে,
নয়নেতে নয়ন বিলিন
দেখছি আদি অনন্তহীন।