মব জাস্টিস
বিধান চন্দ্র দেবনাথ
নিজেই এখন নিজের হাতে
তুলে নিচ্ছো আইন,
দেশটা এখন ভালোই চলছে
চলছে নাকি ফাইন!
দোষী হলে বিচার হবে
দেশের আইনের মতে,
নিজেই কেনো মেরে ফেলছো?
পাঠাও আদালতে।
অন্যায় হলে বিচার চাইবে
দেশের আইনের কাছে,
থানা আছে পুলিশ আছে
কাঁপছে মানুষ ত্রাসে।
আইনের শাসন মেনে আমরা
সঠিক পথে চলি,
মব জাস্টিসকে আমরা সবাই
বর্জন করতে বলি।