রক্তিম বাংলাদেশ
শাকিল আহাম্মেদ
রক্তে রাঙা বাংলা আমার
দু:খের নেই যে শেষ,
ত্রিশ লক্ষ প্রাণের কেনা
এই কি বাংলাদেশ?
রাজপথে যাচ্ছে জীবন
মারছে গুলি বুকে,
এই কি তবে স্বাধীনতা
প্রশ্ন সবার মুখে?
পাখির মতই মারছ মানুষ
কিসের এত লোভে,
পরাধীনতায় ভুগছে মানুষ
দু:খ প্রকাশ ক্ষোভে!
তাই ত আবার যুদ্ধে আসছি
করতে স্বাধীন দেশ,
বিজয় উল্লাস চারিদিকে
কাটছে না তার রেশ।