আমাদের গ্রাম
মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
গ্রামটি আমার ছবির মতো
নেই যে তার শেষ।
সবার সাথে'ই কাটে সময়
থাকি আমি বেশ।
নানান রকম পশুপাখি আর
নানান-রকম গাছ।
সবুজে ঘেরা সৌন্দর্য দেখি
সকাল আর সাঝঁ।
নানানরকমের পাখপাখালি
সুরে গায় গান।
ফুলের গন্ধেই ভ্রমর আসে
মুগ্ধ সব প্রাণ।
বাড়ির পিছনে পুকুর আছে
ভরা আছে মাছ।
হরেক রকম ফল-ফলাদির
আছে বেশ গাছ।
গ্রামের পাশে বাড়ির কাছে
ছোট্ট এক নদী।
মাছ ধরতে সবাইমিলে যাই
বড়শি যেন সাথী।
পাশ দিয়ে রয় ছোট নদী
ঢেউ নিয়ে সাথে।
জেলেরা সবাই মাছ ধরতে
নৌকা নেয় তাতে।
পিঠা-পুলি খেতে মোরা সব
মামার বাড়ি যাই।
নানী দাদীর হাতের পিঠায়
অনেক মজা পাই।
গ্রামের মানুষ ব্যস্ত সবাই
ধানের শীষে মউ।
নানারকম ফসলে ব্যস্ত সব
গায়ের নতুন বউ।