নিরস্ত্র ও দিশেহারা
আকিকুর রহমান তালুকদার
ঢাল নেই তলোয়ার নেই
মুসলিম সর্দার,
গোলা নেই দুর্গ নেই
অসহায় সাকার।
আল আকছা মসজিদ
ইহিদু দখল কার,
পেঁচা মুখে আরবি মুসলমান
করে যায় রোজকার।
হৈ চৈ হুল্লোড় রাজপথে
অকারণে ঘুরে,
কাজের কাজে নেই্ মুসলিম
দুনিয়াটা জুরে।
দুই শতো কোটি মুসলিম
বুদ্ধি নাই চার লক্ষ,
দিশেহারা পথহারা নাবিক
একজন নেই দক্ষ।
আশি লক্ষ অবৈধ ইহুদি
পৃথিবী করে শাসন,
ঐক্য হীন মুসলিম জাহান
দেয় শুধু ভাষণ।
মুসলিম নেতাদের একটাই কাজ
ধোঁকাবাজি মিথ্যা বিবৃতি,
মুখে মুখে ন্যায় নীতির কথা
ধুলা দিয়ে করে দূর্নীতি।