মৃত্যুর মিছিল
✒ মো সোহাগ মোল্যা (মঈনুল)
ক্ষুধার্ত থাবা আঁকড়ে ধরছে, লোহাগড়াকে ঘিরে
বিনীদ্র রজনীতে ভয়ে কাঁপছে,
পরিবারের প্রিয়জন হারাতে
প্রতিশোধের দুবির্সহ লীলা চলতেই আছে.....।
রক্তের বদলে নিচ্ছে প্রাণ
দুর্বিত্তরা দিনকেও করছে আঁধার।
দিনলিপি শুরু হচ্ছে,শোকের ছায়া দিয়ে
প্রহর হচ্ছে দীর্ঘতর রজনী কাটছে না যে......।
দুর্বিত্তরা এখন শান্ত হউ
আর করেনাতো মায়ের বুক খালি
৭দিনে ১০ খুন,১ টা হচ্ছে নিখোঁজ
মমতাময়ী মায়ের সহেনাযে আর শোক।
মনুষ্যত্বর বিকাশ গেছে হারিয়ে,
মানব জাতির থেকে
তাইতো তাঁরা নির্বাচনের মিছিল ছেড়ে
মৃত্যুর মিছিল গাইছে।
বয়রা, লোহাগড়া, নড়াইল
১৬/০৫/২০২৪