মোদের রাঙ্গুনিয়া
মোহাম্মদ সিরাজুল ইসলাম।
রাঙ্গুনিয়া চট্টগ্রাম বাংলাদেশ।
অপরূপ তার রূপে ঘেরা
মোদের রাঙ্গুনিয়া,
সময় হলে ঘুরে এসো
চা-বাগানে গিয়া।
সবুজ বনে পাখির আভা
বনবীথিকার মাঝে,
মনোলোভা মনটা আমার
মন ময়ূরী সাজে।
সারি সারি মায়ায় কাঁড়ি
গাছপালা তার সাথে,
শিশির ভেজা ঘাসের ডগা
ঘাসফড়িং যে মাতে।
উঁচু নীচু পাহাড় ঘেরা
মুগ্ধ পরিপাটি,
সবুজ শ্যামল শস্য ভরা
জন্মভূমির মাটি,
বাঁশের বনে বানর ওটাং
হনুমানে লাপে,
পশুপাখির খুনটুসিতে
সবুজের বন কাঁপে।