সৈয়দপুরে টাস্কফোর্সের বাজার তদারকি অভিযান ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
প্রতিশ্রুত পণ্য যথাযথ দামে বিক্রি না করার দায়ে নীলফামারীর সৈয়দপুরে রেজওয়ান ট্রেডার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি অভিযানে ওই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের সদস্য নীলফামারী কৃষি বিপণন কেন্দ্রের উম্মে কুলসুম ও কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নীলফামারী জেলার সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো, ছাত্র প্রতিনিধি মো: ইসমাইল হোসেন ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল তার সাথে ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কে রেজওয়ান ট্রেডার্স নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দোকানে প্রতিশ্রুত পণ্য যথাযথ দামে বিক্রি না করার বিষয়টি দেখতে পান।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই প্রতিষ্ঠান মালিককে। এছাড়া পাইকারি চাউলের দোকানে ক্রয় মূল্য দেখাতে না পারায় ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এদিকে অভিযানের খবর পেয়ে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন। সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।