সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে নানা আয়োজনে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক এর নাম / ১৬ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

সৈয়দপুরে নানা আয়োজনে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি):

”রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের পথে অকুতোভয় সৈনিকের ন্যায় এগিয়ে চলেছে দৈনিক নয়া দিগন্ত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) নানা আয়োজনে পালন করা কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, পত্রিকা বিলিকারীদের মাঝে লোগো সম্বলিত গেঞ্জি ও উন্নতমানের খাবার বিতরণ।

বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে সৈয়দপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা, সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল লতিফ আল ফারুক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সাবেক এমপি ও বিএনপি নেতা সাপ্তাহিক সাফ জবাব পত্রিকার সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী, সাবেক এমপি ও ইকু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুর ই আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি মো. জাকির হোসেন।

নীলফামারী মিডিয়া গ্রুপের সহ সভাপতি সাংবাদিক শাহজাহান আলী মননের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দীন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্ট্যাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খান, সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম,সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ এবং সদস্য সচিব ও সাপ্তাহিক মানবসমস্যা পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, ইসলামি ব্যাংক সৈয়দপুর শাখার সহকারী ব্যবস্থাপক এনামুল হক,আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চাপড়া কাশিরাম আলীম মাদরাসার সাবেক অধ্যক্ষ পীরজাদা মাওলানা সাজেদুর রহমান, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আফজাল বিন নজির, নীলফামারী মিডিয়া গ্রুপের সেক্রেটারি রাশেদুল ইসলাম আপেল, সাংগঠনিক সম্পাদক সুলতানুল আরেফিনসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সূধিজন।

আলোচনা শেষে অতিথিরা দৈনি নয়া দিগন্তের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পত্রিকা বিলিকারীদের (হকার) মাঝে নয়াদিগন্তের লোগো সম্বলিত গেঞ্জি ও উন্নতমানের খাবার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর