অজানা পথ
মোঃ আকিকুল ইসলাম ফকির রুবেল
আর কত ভালবাসলে
তুমি আমার হবে,
কতটুকু পথ হাঁটলে
আমার পথের সাথী হবে,
কতটা সময় পেরুলে
তোমার দেখা মিলবে।
হাজার বছর ধরে
তোমার অপেক্ষায় থেকে
যদি তোমার দেখা মিলে
বলবো ভালবাসি।
পথের ক্লান্তি ভুলে
যদি তোমার হাত খালি মিলে
অনন্তকাল ধরে
হাঁটবো অজানা পথে।