ওরা মানুষ নয়
কলমে, ফরহাদুল ইসলাম জুয়েল
বাজার এখন গরম
শাকসবজীর দাম চরম,
বিক্রেতা হলে নরম
ক্রেতার কমতো শরম।
কখন কি যে হয়
মনে সদা ভয়,
ওরা মানুষ নয়
লাঠি হাতে লয়।
যদি বলি থাম
তবেই আমি বাম,
রাস্তায় গেলেই জ্যাম
গায়ে ঝরে ঘাম।
দা ছুরিতে শান
নাই মানবতার গান,
কবিতায় নাই প্রাণ
সুরেতে নাই টান।
বিবেক এখন অন্ধ
সততার পথ বন্ধ,
ঘরে ঘরে দ্বন্দ্ব
সমাজে নাই ছন্দ।
মানুষ হলাম কই
অমানুষ হয়েই রই,
করি শুধু হইচই
আমরা বড় নির্লজ্জই।
মনে ক্ষমতার লোভ
পাপের সাগরে ডুব,
নীতি বাক্য খুব
কাজের বেলায় চুপ।
নৈতিকতার বড় ক্ষয়
মানবতার কঠিন পরাজয়,
মানুষ যদি মানুষ নয়
জীবন হয় বিষাদময়।
স্বত্ব সংরক্ষিত