ঘরের মাঠে
শেখ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ
ঘরের মাঠে বাঘের দলে
কোনঠাসা ক্যান বলে বলে
কিসের অভাব বলো?
ভয়টা কিগো রক্তে মিশে
আতঙ্কের ঐ পারদ বিষে
নত হয়ে চলো?
এখন তো আর নেই যে দাদা
ফ্যাসিস্ট শোষক গোলক ধাঁধা
এমন কেন হলো?
প্রভাব মুক্ত দল সাজানো
বন্ধ করো ঢাক বাজানো
একটু এবার জ্বলো!
একটা সিরিজ বিজয় গাঁথা
বাকি গুলোই লুকাও মাথা
এমন হলে হবে?
জয়টা পেলে ভাবের গাঙে
সাঁতার কাটে হাজার লাঙে
হচ্ছেটা কি তবে?
মেধায় বিলীন পঞ্চপাণ্ডব
এখন কোথায় ব্যাটের তাণ্ডব
আসবেনা আর ফিরে?
তবুও সবাই রাখবে মনে
প্রেমে কিংবা ঘৃণার সনে
ক্রিকেট স্মৃতি ঘিরে।
লেখক কর্তৃক সত্ব সংরক্ষিত
উলচাপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।