নগদ বিকাশ রকেটে
শেখ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ
ছোট চোর, বড় চোর
কতো চোর জগতে!
সব চোরে এক জোটে
দেশ খাবে নগদে!!
চোরদের বাড়িঘর
উঁচু মুখ আকাশে
দিনরাত করে কাজ
প্রতিভার বিকাশে
দেশ লুটে বেশ মোডে
ভরে সব পকেটে!
সাধু বেশ ধরে সব
উড়ে যায় রকেটে!
লেখক কর্তৃক সত্ব সংরক্ষিত
উলচাপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।