ভাঙ্গা ও ময়লাযুক্ত আয়নায় নিজেকে দেখতে চাই না।
এ এস এম সাদেকুল ইসলাম।
সমাজে সততার আয়না হয়ে গেছে
ভাঙ্গা ও ময়লাযুক্ত। যার কারণে সেই ভাঙ্গা আয়নায় মুখ দেখলে সবাইকে ময়লাযুক্ত ও অসামঞ্জস্য লাগে।
পরিবেশ যেমন হোক মানুষ গুলো তেমনই হবে, কারণ পরিবেশ এমন একটি আয়না
যেখান থেকে নিজের জন্য কিছু না নিতে চাইলেও সে তার নিজের উসূল থেকে আপনাকে দেখাবে এবং সে তার থেকে দিবেই।
অতএব আমি এইসব ময়লায়ুক্ত আয়নায় নিজেকে দেখতে চাই না, নিজেকে দেখতে চাই না।