সিন্ধু সম প্রীতি
শেখ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ
তুমি যদি কোকিল হবে
সুখ বসন্তের কালে।
আমি রূপে লাল হবো গো
শিমুল গাছের ডালে!
প্রেমের পরাগ মাখায় নেবো
আমার মনে প্রাণে!
তোমার সুরের ছন্দ হবো
কুহু কুহু গানে।
মাতাল করা ফাগুন দেবো
উজাড় করা সুখে।
উষ্ণ-শীতল কাঁপন লাগা
দুরু দুরু বুকে!!
মাখামাখির গভীর আবেগ
চোখের ভাষায় কথা!
প্রণয় সুতোয় গাঁথবো বসে
প্রেমের কাব্য গাঁথা!
শিমুল, পলাশ রক্তিম আভায়
আঁকবো তোমার সিঁথি!
উজাড় করে দেবো তোমায়
সিন্ধু সম প্রীতি!
লেখক কর্তৃক সত্ব সংরক্ষিত
উলচাপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।