হেমন্তের এই দেশ
শেখ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ
কুয়াশাতে চাঁদ মোড়ানো
কারো বাড়ির ছাদ ঘেরানো
শীতের আমেজ পাই!
ধান ক্ষেতের আল জড়ানো
কারো টিনের চাল গড়ানো
দুর্বা ঘাসে তাই!
গায়ের মেঠো পথের বাঁকে
গাছের ডালে পাতার ফাঁকে
উড়ছে ধুয়াশায়!
শুভ্র কোমল পরশ মাখা
হাজার রকম স্বপ্ন আঁকা
সুখের ছোঁয়া হায়!
খেজুর গাছে রসের হাঁড়ি
তার’ই ফাঁকে নজর কাঁড়ি
বিন্দু বিন্দু রেশ!
চায়ের কাপের গরম ধোঁয়ায়
বাষ্পীত সেই ঘূর্ণি ছোঁয়ায়
জুড়ায় ক্লান্তি ক্লেশ!!
চাষার ছেলের নগ্ন পায়ে
কাঁপন ধরা উদোম গায়ে
শিশির নাচন বেশ!!
ঋতুর ভিড়ে হয়তো সেরা
রূপ লাবণ্যে থাকছে ঘেরা
হেমন্তের এই দেশ!!
লেখক কর্তৃক সত্ব সংরক্ষিত
উলচাপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।