সৈয়দপুরে জুয়ারি গ্রেফতার, ৩টি মোটরসাইকেল জব্দ
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরের প্রত্যন্ত পল্লীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে আবুল কালাম (৩৫) নামে এক জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর নয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের অভিযানের বিষয়টি জানতে পেরে পালিয়ে যাওয়া জুয়ারিদের তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় জুয়া আইনে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর নয়াপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ জমজমাট জুয়ার আসর চলে আসছিল। এ সব জুয়ার আসরে অংশ নেয় এলাকার কিশোর ও যুবকরা। এতে করে তারা সর্বশান্ত হয়ে পড়ছিল।
এ অবস্থায় এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে ওইদিন রাতে সৈয়দপুর থানার উপ পরিদর্শক মো. আকতার উল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই জুয়ার আসরে হানা দেয়।
এ সময় সেখান থেকে আবুল কালাম নামের এক জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়ারিরা জুয়ার আসর থেকে পালিয়ে যায়। এ সময় জুয়ায় অংশ নেয়া জুয়ারিদের ফেলে রাখা তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন জুয়ার আসর থেকে এক জুয়ারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।