জহুরুল হক সড়ক ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি হামিদ, সম্পাদক আরিফ
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে সৈয়দপুরের জহুরুল হক ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন। গতকাল বৃহস্পতিবার শহরের শহীদ জহুরুল হক সড়কস্থ সংগঠনের কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের ৬ টি সম্পাদকীয় পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৫ টি পদে ভোট গ্রহণ করা হয়। এরআগে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বাঁধন ফুড প্রডাক্টের মালিক মো. আব্দুল হামিদ।
বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চলা এ ভোটে সংগঠনের ৬৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোট দেন। এতে ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরিফ। তার প্রতিদ্বন্দ্বী আবুল হাসেম পেয়েছেন ২০ ভোট। ৫৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. নাদির খান। তার প্রতিদ্বন্দ্বী মো. রেজওয়ান পেয়েছেন ১০ ভোট।সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাহিদ। তিনি ভোট পেয়েছেন ৪৫ টি। তার প্রতিদ্বন্দ্বী মো. নুর আলম হীরা পেয়েছেন ২১ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. নুরুদ্দীন ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. জুয়েল পেয়েছেন ১৮ ভোট। ৩২ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাহিদ ভলু। তার প্রতিদ্বন্দ্বী মো. ফয়সাল পেয়েছেন ২৭ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মো. ওয়াকার আহমেদ। আহবায়ক ছিলেন মো. শেখ ফরিদ।
নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল হামিদ জানান, নির্বাচিত কমিটি পরবর্তি বৈঠকে সহ সভাপতি, সহ সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে সাধারণ সদস্যদের মধ্য থেকে মনোনীত করা হবে।