নিজস্ব প্রতিবেদক, গাজী
ঢাকা বন বিভাগের গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের কাশিমপুর বন বিট ভবন নির্মাণে নানারকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
শনিবার ২ রা (নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর ৩ নং ওয়ার্ড গোবিন্দ বাড়ি বন বিট নির্মানাধীন ভবনে কাজ চলাকালীন অবস্থায় গেলে সেখানে নির্মাণাধীন কাজে ব্যবহৃত ইট, বালু, সিমেন্ট, রড সবকিছুতেই দুই নাম্বার ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। এমনকি ভবনের সামনে দিয়ে যে রাস্তা করা হচ্ছে সে রাস্তার সবকিছুতেই দুর্নীতি হচ্ছে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে বন বিটে কর্তরত কর্মকর্তা সোলায়মান বিট অফিসারের কাছে জানতে চাইলে তিনি জানান, কিভাবে কাজ হচ্ছে কি দিয়ে কাজ হচ্ছে এটা দেখার দায়িত্ব আমার নয়, এটা দেখার কাজ হচ্ছে গণপূর্ত বিভাগের।
আপনারা যোগাযোগ করুন গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার এর সঙ্গে। পরে গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আহাদ আলীর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, আপনাদের যদি কোন তথ্য জানার প্রয়োজন হয় আপনারা গাজীপুর গণপূর্ত বিভাগের অফিসে আসেন। এমনকি তার পরিচয় জানতে চাইলে তিনি তার পরিচয়টাও গোপন করেন সাংবাদিকদের কাছে।
ভবনটিতে প্রত্যেকটি ধাপে ধাপে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ তুলে গোবিন্দ বাড়ি এলাকার সাধারণ মানুষ জানায়, ভবনটিতে নির্মাণাধীন কাজে ব্যবহৃত ইট, বালু, খোয়া, ইলেকট্রিক পাইপ, তার,সহ সবকিছুই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়।
এলাকাবাসী আরো জানান, নির্মাণ সামগ্রির সকল মালামাল বিট অফিসার সোলেমান বুঝিয়ে নেওয়ার কথা থাকলেও উতকুতের বিনিময়ে নির্মাণাধীন সামগ্রী নিম্নমানের হওয়াতেও তিনি কোনরকম প্রতিবাদ না জানিয়ে সঠিক আছে বলে নির্মাণ কাজ চালিয়ে যেতে বলেন ইঞ্জিনিয়ার কে। এলাকাবাসীর দাবি ভবনটির সকল বিষয় সঠিক তদন্ত করে খতিয়ে দেখা হোক।