সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

প্রতিবেদক এর নাম / ১৮ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

সৈয়দপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)

নীলফামারীর সৈয়দপুরে চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মর্সচির আওতায় বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল বুধবার (৬অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী কৃষক-কৃষাণীদের হাতে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলার বিভিন্ন কৃষি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচিতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার এক হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী বিনামূল্যে সার ও রাসায়নিক সার পাবেন।

এদের মধ্যে কামারপুকুর ইউনিয়নে ২৮০ জন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৪২৫ জন, বাঙ্গালীপুর ইউনিয়নে ৩১০ জন, বোতলাগাড়ী ইউনিয়নে ৩৯০ জন, খাতামধুপুর ইউনিয়নে ১৬০ জন এবং পৌরসভা এলাকার ১৬০ জন কৃষক-কৃষাণী রয়েছেন। বিতরণকৃত ফসলের বীজের মধ্যে গম , ভূট্টা, সরিষা, সয়াবিন, শীতকালীণ পেঁয়াজ, মুগ ও মাসকালাই এবং ডিএপি ও এমওপি সার।

এদের মধ্যে ৪০০ জনকে ২ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ৬০০ জন দুই কেজি করে ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৮০০ জন এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২০ জন আট কেজি করে সয়াবিন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ২০ জন এক কেজি করে শীতকালীণ পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২০ জন ৫ কেজি করে মুগ ডাল, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ১০জন দুই কেজি করে মাসকালাই (অড়হর) বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি। প্রত্যেকজন কৃষক-কৃষানী এক বিঘা জমির জন্য উল্লিখিত পরিমাণ বীজ ও সার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর