পলাশবাড়ীর মহদীপুর ইউপি চেয়ারম্যানের (ভারঃ) বিরুদ্ধে অনাস্থার অভিযোগ দাখিল
মোঃ সাগর সরকার গাইবান্ধা।। গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর ইউপি চেয়ারম্যান (ভারঃ) রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়নের ইউপি সদস্যরা।
১৮ নভেম্বর সোমবার দুপুরে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান (ভারঃ) রাহিদুল ইসলাম বাবু বলেন আমি ও আমার সংগঠনের নামে মিথ্যা প্রচার করা হচ্ছে এ বিষয়ে আমি ও আমার সংগঠন পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।