সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রেলওয়ের রাজস্ব কম থাকায়,এটি লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে:উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

প্রতিবেদক এর নাম / ১৪ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

রেলওয়ের রাজস্ব কম থাকায়,এটি লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে:উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :

অন্তর্বতীকালীন সরকারের বিদ্যূৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন রেলওয়ের রাজস্ব কম থাকায়,এটি লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই রেলওয়ের রাজস্ব বাড়াতে ওলোকসান কমাতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য আন্তরিকতার সঙ্গে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এসবের জন্য আমরা বাজেট বাড়ানোর উদ্যোগ নিচ্ছি। এখানে ঘাটতি লোকবল সঙ্কট পূরণসহ  বাজেট বরাদ্দ দিয়ে কোচ ও ওয়াগন মেরামত বাড়াতে হবে। উৎপাদন বাড়লে রেলওয়ের রাজস্বও বাড়বে। বলেন তিনি ‘,।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন শপ পরিদর্শন ও রেলওয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওইসব কথা বলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবারে পৃথক ক্যারেজ শপের কোন প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় অনেক জায়গায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এ সব জায়গায় কাজে লাগিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে। এছাড়া রেল কেন্দ্রিক অন্যান্য সমস্যাগুলোও সমাধান করা হবে জানিয়ে তিনি বলেন, আগে লোকোমোটিভ  কারখানায় আগে ৭০টি ইঞ্জিন মেরামতের লক্ষ্যমাত্রা থাকলেও মেরামত হতো ৩০টির মতো। সৈয়দপুর রেলওয়ে কারখানায়ও উৎপাদন অর্ধেকে নেমেছে। এ উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়াতে হবে। রেলওয়েতে নিয়োগ বিধিসহ অন্যান্য বিষয়গুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর পরে তিনি কারখানার কর্মকর্তাদের মতবিনিময় করেন। কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথেও। এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মামুনুল ইসলাম, চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পশ্চিমাঞ্চল) মো. সাদেকুর রহমান প্রমুখ। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রেলওয়ে কারখানায় পৌছুলে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার কয়েকটি উপ-কারখানা (শপ) পরিদর্শন করেন।

এর আগে অন্তর্বতীকালীন সরকারের বিদ্যূৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জুলাই-আগস্ট গণঅভূত্থানে শহরের হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর