সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

এ্যাড. সাইফুল হত্যায় জড়িত ইসকনকে নিষিদ্ধের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক এর নাম / ১৬ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

এ্যাড. সাইফুল হত্যায় জড়িত ইসকনকে নিষিদ্ধের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)

চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীদের হামলায় নিহত এ্যাড. সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের জনতা।

গতকাল বুধবার বিকেলে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় ট্রাফিক বক্সের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে ১০ দিনের মধ্যে ইসকনকে নিষিদ্ধ এবং অবিলম্বে ইসকন নেতা চিন্ময় প্রভুকে ফাঁসি দেওয়াসহ তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য বলেন,দিনাজপুর ইসলামী রিসার্চ সেন্টারের শিক্ষক রাহাতুল আশেকিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গোলাম রাব্বানী,এমডি তাওহিদ মুক্তার, সাকির হোসেন, নীরব প্রমুখ।

বক্তারা বলেন, ভারতের নির্দেশে আওয়ামীলীগকে পুর্নবাসনের জন্য সনাতনীদের সংগঠন ইসকন দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা বলেন, এর প্রধান হচ্ছে চিন্ময় প্রভু। তার মাধ্যমে দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বক্তারা বলেন, আওয়ামী লীগের পতনে ভারত খুশি হতে না পারায় তাদেরকে পুর্নবাসিত করতে ৫ আগস্টের পর একের পর এক ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় ইসকনকে ব্যবহার করছে তারা। তারা বলেন, ২৬ নভেম্বর চট্রগ্রামের আদালত পাড়ায় যেভাবে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা হয়েছে তা একমাত্র জঙ্গি ছাড়া কেউ করতে পারেনা। বক্তারা বলেন, আমরা ও আমাদের প্রিয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই। তার প্রমাণ তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আমরা স্বতস্ফুর্তভাবে পুজামন্ডপগুলোতে সার্বক্ষণিক অবস্থান করেছি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। অথচ ইসকন ভারতের নির্দেশে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।

বক্তারা দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, ইসকনের মাধ্যমে আওয়ামীলীগ দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

সমাবেশে চিন্ময় প্রভুর ইসকনের দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। এরআগে শহরের ডাকবাংলো এলাকার শহীদ স্মরণী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ের ট্রাফিক বক্সের সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর