মোঃ সাগর সরকার গাইবান্ধা
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সরোয়ার রাব্বীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর বুধবার সকালে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্তকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মিজানুর রহমান, আনারুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহারুল ইসলাম, নূর আলম সরকার, মাহমুদ হাসান, অভিভাবক এনামুল হক, মতিউর রহমান, মোখলেছার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় তদন্ত কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে এ তদন্ত করা হলো, তবে আরো তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।