মোঃ সাগর সরকার গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা চত্তরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির আহবায়ক ও প্রেসক্লাব সভাপতি রবিউল কবির মনু,উপজেলা বিএনপির যুগ্ম: আহবায়ক আলতাফ হোসেন পাতা,গোবিন্দগঞ্জ মটরমালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,সাবেক পুলিশ কর্মকতা রাহেনুল ইসলাম জুয়েল,প্রেসক্লাব সাধারণ সম্পাদক শওকত জামান,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এস,এম রাসেল কবির,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান,সাধারন সম্পাদক উজ্জল হক প্রধান,ফুলপুকুরিয়া মেছবাহুল উলুম আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আফতাব হোসেন,গোবিন্দগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মালেক শাহীন,
সহ সভাপতি হারুনর রশিদ,সড়ক সম্পাদক ছাইফুল ইসলাম,শ্রমিক নেতা রেজাউল করিম,ইউপি সদস্য রশিদুল ইসলাম ইরম,ইউপি সদস্য আব্দুর রশিদ,
ড্রামট্রাক মালিক সমিতির নেতা মোস্তাক সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। তিনি এই মহাসড়কে যে সকল গাড়ি চলাচল নিষিদ্ধ এবং ত্রুটিপূর্ণ সকল গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় হাইওয়ে পুলিশ মোতায়েন পূর্বক কার্যকরভাবে যানজট নিরসন করার জন্য গোবিন্দগঞ্জ হাইওয়ে থানাকে নির্দেশনা প্রদান করেন।
সেই সাথে তিনি ফাঁসিতলা,বালুয়া,কালিতলা ও কোমরপুরে ওভারব্রীজের নিচে অস্থায়ী দোকানপাট ও অটো-ভ্যান স্ট্যান্ড না রাখার ব্যাপারে পুলিশকে নিয়মিত টহল দিতে বলেন। তিনি কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য ও স্থানীয় সকল পরিবহন মালিক-শ্রমিক পেশার লোকজনদের হাইওয়ে পুলিশের কার্যক্রমকে সহায়তা করার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপারকে হাইওয়ে থানা চত্বরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে গার্ড অব অনার প্রদান শেষে থানা চত্বরে তিনি একটি ফলজ বৃক্ষ রোপণ করেন।