সৈয়দপুরে দীর্ঘ একযুগ পর রাস্তার সংস্কার কাজের উদ্বোধন
তৌসিফ রেজা (সৈয়দপুর প্রতিনিধি)
সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা,মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের খানাখন্দে ভরা ওই রাস্তার মেরামত কাজ শুরু হয়েছে।
দীর্ঘ ১২ বছর থেকে ওই এলাকার রাস্তাটি সংষ্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।
এনিয়ে মানুষজনের দুর্ভোগ ছিল চরমে। রাস্তাটি সংস্কারের দাবিতে সৈয়দপুরে বিভিন্ন সময় সভা সমাবেশও করা হয় নাগরিক কমিটি ও ব্যবসায়ীদের ব্যানারে। হয়েছে মানববন্ধনও। সে সময় তৎকালীন শাসকদল আওয়ামী লীগ সমর্থিত পৌর মেয়র রাফিকা আকতার জাহান হচ্ছে হবে বলে সাড়ে তিন বছর কাটিয়ে দেন। তখন দুইটি প্যাকেজে ২৬ লাখ টাকা ব্যয়ে সড়কের সংস্কার করা হলেও দুই মাসেই সড়কটির পুরেনো চিত্র ফিরে আসে।
অবশেষে যানবাহনসহ মানুষজনের চলাচলে অনুপযোগী হয়ে পরা রাস্তা মেরামতের উদ্যোগ নেন সদ্য নিয়োজিত পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম -সিদ্দিকী। তার এই উদ্যোগ বাস্তবে পরিণতও হয়েছে। ফলে সৈয়দপুর পৌরবাসীর দূর্ভোগ লাঘবে আশার সঞ্চার হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টায় সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল মোড়ে ৬৬ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির মেরামত কাজ শুরু হয়েছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।