সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে ফ্লাইটের শিডিউল বিপর্যয়
তৌসিফ রেজা (সৈয়দপুর)
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইট নামতে পারেনি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল আটটা পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীরা। তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এই জনপদে তীব্র শীত ও কুয়াশার মাত্রা বেড়েছে। বিশেষ করে সকালে ও রাতে ঘন কুয়াশা পড়ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ছিল ২০০ মিটার। প্লেন চলাচলের জন্য সাধারণত ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। তবে কুয়াশার কারণে ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। সকালের নভোএয়ার ও এয়ার এস্ট্রার ফ্লাইট দুটি এখনো নামতে পারেনি। কুয়াশা কেটে গেলে এবং ভিজিবিলিটি বাড়লে প্লেন চলাচল স্বাভাবিক হবে।