সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
তৌসিফ রেজা (সৈয়দপুর) প্রতিনিধি:
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদী ইসকন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ইসকনকে নিষিদ্ধ, শেরপুরে দরবার ও মসজিদে হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি,ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) মাজার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলাসহ সকল দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আহ্বানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) শহরের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুস্ললিরা খন্ড খন্ড মিছিল আকারে জি আর পি চত্বর সমবেত হয়। তারপর মিছিলটি শুরু হয়, মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে আবার জি আর পি চত্বরে আসে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খলিফা সৈয়দ আসিফ আশরাফী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,এস.কে সাম্মু আশরাফী আহলে সুন্নাতের খালিদ আজম আশরাফি, মাওলানা শাহিদ রেজা রিজভী, মোমিনুল ইসলাম রিজভী, আল-ফারুক একাডেমীর শিক্ষক সাহবাজ উদ্দিন সবুজ, , মাওলানা সাবির হোসেন রিজভী, মাওলানা গোলাম কাদের হিরা আশরাফী, সৈয়দ শামস চুন, শেখ কুতুব উদ্দিন, শাহিদ কাদেরী, হায়দার এমাদী, ছাত্রদল নেতা আরমান হোসেন, , রাকিব খান এমাদী, সৈয়্যদ পাপ্পু বাখশি, নাদিম আশরাফী, আশরাফসহ আহলে সুন্নাতের অন্যান্য আলেমবৃন্দ বক্তব্য রাখেন। এতে সভাপত্বি করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব গুলজার আশরাফী।
বক্তারা আরও বলেন, তাঁদের দেশে আমাদের দুতাবাসে হামলা করা হয়েছে, পতাকা পুড়ানো হয়েছে। এর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। তারা আরও বলেন, আমরা অসাম্প্রদায়িক জাতি হিসেবে পরিচিত। আমাদের দেশের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছে। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, অযথা মিথ্যা রটিয়ে হিন্দু নির্যাতনের কাহিনী না করার জন্য ভারতকে হুশিয়ার করেন আহলে সুন্নাতের নেতৃবৃন্দ।
সেই সাথে দেশের মধ্যে বিভিন্ন মসজিদ, দরগাহ ও মাজারে হামলা করে মুসলমানদের মাঝে একতা বিনষ্টকারীদেরও চিহ্নিত করে তাদের শাস্তির দাবী জানানো হয়।
পরে সালাতো সালাম ও দেশ জাতির কল্যানে মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশাল ওই প্রতিবাদ সমাবেশ।