হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী
সৈয়দপুরে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ মর্ডাণ হোমিও ফার্মেসীর দ্বিতীয় তলায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. জাবেদ আলম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. বিলকিস বেগম, প্রবীণ চিকিৎসক ডা. আব্দুল্লাহ, মাওলানা ডা. নাসিম মাযহারী, ডা. মো. আতাউর রহমান খান, ডা. আমিনা খাতুন, ডা. সারফারাজ, ডা. জাবেদ ইকবাল প্রমুখ। সভায় অর্ধ শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক অংশ নেন। এসময় সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আলোকপাত করেন অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়া মহান বিজয় দিবস উদযাপন ও নতুন বছরে সংগঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।