সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন

প্রতিবেদক এর নাম / ১৭ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন

 

পৃথিবীতে বহু মত ও পথ বিদ্যমান। তবে মানব কল্যাণের এক মাত্র পরিপূর্ণ মত ও পথ হলো-ইসলাম। মানব জাতির সার্বিক কল্যাণে যা যা দিক নির্দেশনা ইসলাম দিয়েছে তা সর্বজনীন ও সামাজিক ভাবে সকলের জন্যই মহা কল্যাণের। ইসলামে এমনি একটি কল্যাণকর নির্দেশ হল-“নেশার নেশায় পরা নিষিদ্ধ” অর্থাৎ- মাদক সেবন ইসলাম ধর্মে হারাম। মাদক দ্রব্যের অন্যতম হলো- মদ,আর ইসলামের দৃষ্টিতে মদ নিষিদ্ধ। মহান আল্লাহ স্বয়ং ঘোষণা করেছেন-“হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর,যাতে তোমরা সফলকাম হও।”(সুরা আল মায়িদাহ,সুরা নং ০৫,আয়াত নং ৯০) এবং আমেনা নন্দন,মানবতার স্পন্দন নুরনাবী ﷺ বলেন-‎”যা কিছু নেশাগ্রস্থ করে তা-ই মদ । আর যা নেশা উদ্রেক করে তা-ই নিষিদ্ধ।” (সহিহ মুসলিম, হাদিস নং ৫১১৪ হাদিসের মান: সহিহ)। এমন কি তিনি মদের পাত্র ব্যবহারকেও নিরুৎসাহিত করছেন।-‎
হযরত জাবির ইবনু আব্দুল্লাহ (রদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিতঃ তিনি বলেন,”রাসূলুল্লাহ (ﷺ) মদের পাত্র সমূহ ব্যবহার করতে নিষেধ করেছেন।” (জামে’ আত-তিরমিজি, হাদিস নং ১৮৭০ মান: সহিহ)। আমাদের সমাজে অনেকের ধারণা মদ বা মাদক সেবন হারাম হলেও তা বিক্রি হারাম নয়। তাদের জানা উচিত যে রাসুলুল্লাহ ﷺ কি বলেছেন? রাসুলুল্লাহ ﷺ বলেন-
“নিশ্চয়ই মহান আল্লাহ মদ ও মদের মূল্য হারাম করেছেন” (সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৪৮৫ মান: সহিহ)। বর্তমানে নানা নামে বিভিন্ন কোম্পানি মদ বিক্রি করে। তারা যে এমন করবে তা নুরনাবী ﷺ বহু আগেই ভবিষ্যৎ বাণী করেছেন। তিনি বলেন-“আমার উম্মতের একদল লোক মদের নাম পরিবর্তন করে তা অবশ্যই পান করবে।” (আহমাদ ২২৯০০, আবূ দাঊদ ৩৬৯০, সহীহুল জামে ৫৪৫৩ মান : সহিহ)। এ কথাও সুস্পষ্ট ঘোষণা করেছেন যে,শুধু মদ নয় মাদকতা সৃষ্টি করে এমন সকল নেশাদ্রব্য হারাম (নিষিদ্ধ)। নুরনাবী ﷺ বলেন-“নেশা উদ্রেক করে এমন সবই নিষিদ্ধ”।(সহিহ মুসলিম, হাদিস নং ৫১১২, মান সহিহ)। এই আলোচনা হতে সুস্পষ্ট হলো যে বা যারা বিভিন্ন ভাবে বিভিন্ন মাদকে আসক্ত তারা কঠিন হারামে লিপ্ত। বিশেষ করে আমাদের যুব সমাজ “থার্টি ফাস্ট নাইট (৩১শে ডিসেম্বর)” বা ইংরেজি বর্ষ বরণ উদযাপনের নামে যে ভয়াবহ মদকতায় জড়িয়ে পরছে তা নিসন্দেহে হারাম। মহান আল্লাহ আমাদের কিশোর ও যুব সমাজকে সর্ব প্রকার মাদক ও মাদকতা হতে দূরে রাখুন। (আমিন ইয়া রাব্বাল আলামিন)

শেখ খুরশিদ আলম (মানিক) নূরী রিজভী।
ডবল (কামিল) ও ডবল (এম.এ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর