সোস এর উদ্যােগে বর্ণাঢ্য র্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
তৌসিফ রেজা সৈয়দপুর (নীলফামারী)
সৈয়দপুরের গণমানুষের প্রিয় সংগঠন সোস এর উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য র্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর প্লাজা চত্বর থেকে বিজয় র্যালি শুরু হয়ে সৈয়দপুর শহর প্রদক্ষিণ শেষে এস.আর প্লাজা চত্বরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসের আলোচনার ফাঁকে ফাঁকে চলে দেশাত্মবোধক গান,কবিতা আবৃতি ও একক অভিনয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিশিষ্ট কৃষিবিদ জনাব ড. মোঃ মোসফেক-উল-হাসান লুমেন,সংগঠনের উপদেষ্টা ও শাপলা মেটালিক এর স্বত্বাধিকারী জনাব আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল, সংগঠনের উপদেষ্টা ও হেলথকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জনাব মোঃ মুকুল হোসেন সরকার সহ সংগঠনের সংগঠকবৃন্দ।