সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত
তৌসিফ রেজা (সৈয়দপুর)নীলফামারী
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াত। গত ১৬ ডিসেম্বর এসব অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
সৈয়দপুর উপজেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ ও মাওলানা আব্দুল মুনতাকিম। অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, বোতলাগাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর খয়রাত হোসেন বসুনিয়া, অফিস সম্পাদক রেজওয়ানুল হাসান প্রমুখ।
শহর জামায়াত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ব ক্তব্য বলেন শহর জামায়াতের আমীর মো. শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, খায়রুল বাশার, আবু বকর, আব্দুস সালাম, সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তাঁরাই দেশ ছেড়ে পালিয়েছে। তারা যে দেশের আদর্শ ধারণ ও লালন করে সেই দেশেই চলে গিয়েছে।২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদের বক্তব্য ছিল "বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর"- এই তুমুল ঝড় এদেশের ১৮ কোটি জনগণের বুকের ভিতরের ঝড়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ০৫ আগস্ট পর্যন্ত সকল হত্যাকান্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচার করা হবে। আমরা দেশকে কারোর তাবেদার বানাতে দেয়া হবে না।
বক্তরা আরো বলেন, “এই বিজয় দিবসের অঙ্গীকার হবে - ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, পরাজিত শক্তি ভারতের দোসর আওয়ামী লীগ নিপাত যাক, জাতীয় স্বার্থে সকল বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ। তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সকল রাজনৈতিক দলকে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানান। জাতীয় ঐক্যের মাধ্যমেই ১৯৭১ থেকে ২০২৪ স্বাধীন বাংলাদেশের জন্য জীবন উৎস্বর্গকারী শহীদদের স্বপ্ন ও চেতনা পূরণ হবে।