সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান
তৌসিফ রেজা সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সকাল ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকী। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (বীর প্রতিক), বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়না, বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন বেগ ও বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী।
উপস্থিতদের আরও বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন, জামায়াতের শহর আমীর শরফুদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াৎ শাহ প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সূধীবৃন্দসহ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের প্রায় ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।