সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন
তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী প্রতিনিধি:
ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ডিসেম্বর) শহরের প্রেস ক্লাব এর সামনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর উপজেলা ও পৌরশাখার আয়োজন উল্লেখ্য মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার সুলতান রিজভীর সভাপতিত্বে ও খলিফা সৈয়দ আসিফ আশরাফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুফতি হামিদ জামাল, মাওলানা সাজ্জাদ আশরাফি মাওলানা মোহাম্মদ আলী আশরাফি,খালিদ আজম আশরাফি,নাদিম আশরাফি,শেখ শামসুদ্দিন সাম্মু আশরাফি, হায়দার আলী হায়দার এমাদি, ইরফান আশরাফি, সৈয়দ আব্দুল্লাহ বাখশী, শেখ কুতুবউদ্দিন, শাহিদ কাদেরী, তাওহীদ আহমেদ আশরাফি, সৈয়দ মুরাদ আশরাফি, প্রমুখ।
এই সময় আগত বক্তরা বলেন এসময় বক্তারা বলেন, আল্লামা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। এসব মিথ্যা মামলা দিয়ে সুন্নি জনতাকে দমিয়ে রাখা যাবে না। আল্লামা তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা রবিবারের মধ্যে প্রত্যাহার করতে হবে। যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এছাড়া বক্তারা এই মামলার বিষয়ে সরকার সুষ্ঠু ব্যবস্থা নেবেন বলে আশা করে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর উসকানিতে গত শুক্রবার পুলিশের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আখাউড়ায় মামলা করে পুলিশ।