সৈয়দপুরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলো আঞ্জুমান এ আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট
তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে প্রথম ধাপের কম্বল বিতরণ করেছে আঞ্জুমান এ আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট সৈয়দপুর উপজেলা শাখা।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) গভীর রাতে শহরের বিভিন্নস্থানে বিভিন্ন বয়সী মানুষের মাঝে ওইসব বিতরণ করা হয়।
গভীর রাতে কম্বল উপহার পেয়ে ছিন্নমূল মানুষজন খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। জানতে চাইলে আঞ্জুমান এ আশরাফিয়া সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন (সাম্মু) আশরাফি বলেন, সৈয়দ মোখতার আশরাফ জিলানী (মুয়ামিদ আশরাফ) আশরাফির জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দুইশত কম্বল বিতরণের উদ্যােগ নিয়েছি। এরই অংশ হিসেবে আজ প্রথম ধাপে ১০০ কম্বল বিভিন্ন বয়সী নারী পুরুষের মাঝে বিতরণ করেছি । আমরা এই সকল সমাজ সেবামূলক কাজের অনুপ্রেরণা আমাদের পৃষ্ঠপোষক কায়েদ এ মিল্লাত সৈয়দ মাহমুদ আশরাফ জিলানীর মাধ্যমে পেয়ে থাকি। তিনি বলেন, আঞ্জুমান এ আশরাফিয়া সৈয়দপুর উপজেলা শাখা রক্তদান,খাদ্য ও বস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্প,গরীব মেয়ের বিয়েতে অনুদান, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানসহ সারা বছরই বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে ।