সৈয়দপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন ও পথসভা উপলক্ষে স্বাগত মিছিল
তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী:
সৈয়দপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন ও পথসভা উপলক্ষে স্বাগত মিছিল করে সৈয়দপুর শহর ও উপজেলা জামায়াত। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে থেকে এই মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা জামায়াতের মানবসম্পদ সম্পাদক আব্দুল কাদিম। এসময় অন্যদের মধ্যে সৈয়দপুর শহর জামায়াতের আমীর মো. শরফুদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলে সহস্রাধিক জামায়াতের নেতাকর্মী অংশ নেন। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াত নেতারা।
প্রসঙ্গত, আগামীকাল ২৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ছয়টায় সৈয়দপুর বাস টার্মিনালে বিশাল পথসভার আয়োজন করেছে সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াত। এতে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সভাপতিত্ব করবেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ ও মাওলানা আব্দুল মুনতাকিম।