সৈয়দপুরে ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন ক্যাম্পবাসী উর্দুভাষীরা
তৌসিফ রেজা সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে চার দফা দাবিতে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার সদস্যরা
অনশন ধর্মঘট কর্মসূচি পালন করেছে। রবিবার (২৯ ডিসেম্বর) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে ওই অনশন কর্মসূচি পালন করে তাঁরা। ক্যাম্পে বসবাস করা বাসিন্দাদের সরকারিভাবে পুনর্বাসন,ক্যাম্পগুলোতে বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, ক্যাম্পসহ রেলওয়ের পতিত জমিতে বসবাসকারীদের উচ্ছেদ বন্ধ এবং ক্যাম্পবাসীকে বৈষম্যের হাত থেকে রক্ষা করে সমঅধিকার প্রদান ও মৌলিক অধিকার নিশ্চিতকরণের দাবিতে ওই অনশন ধর্মঘট কর্মসূচি করা হয়।
দাবি না মানলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন অনশনে অংশ নেওয়া উর্দুভাষীরা।
সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে সৈয়দপুরে ২৩টি ক্যাম্পে বসবাসকারী আটকেপড়া উর্দূভাষী জনগোষ্ঠীর নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন। এসপিজিআরসি’র সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবরের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য বলেন সংগঠনের সহ-
সভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর, নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম প্রমূখ। এছাড়াও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু ও সাবেক পৌর কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।
আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকে উর্দুভাষী ক্যাম্পবাসীদের সরকার বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করে আসছে। কিন্তু এর বিকল্প ব্যবস্থা না করেই হঠাৎ সরকার এ সব সুযোগ সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই চার দফা দাবিতে সংগঠনের পক্ষ থেকে গোটা দেশের মতো সৈয়দপুরেও ক্যম্পবাসী অনশন ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। অবিলম্বে তাদের চার দফা মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে হুশিয়ারি দেন বক্তারা।