সৈয়দপুরে আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সদস্য মনতাজ আলী গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে কুখ্যাত ডাকাত মনতাজ আলী ওরফে মনতাজ (৫২)ডাকাত গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের উপকন্ঠ বোতলাগাড়ি ইউনিয়নের পোড়ারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। সে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী দালালিপাড়ার মৃত. মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়,আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সদস্য মনতাজ বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। সে মূলতঃ মোটরসাইকেল, গরু, ব্যাটারিচালিত অটোরিক্সা, রিক্সাভ্যান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে চুরি ও ডাকাতি করে থাকে। তাঁর বিরুদ্ধে নীলফামারী, সৈয়দপুর ছাড়াও পার্শ্ববর্তী রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলায় তার নামে একাধিক গ্রেফতারী পরোয়ানাও রয়েছে। ওইসব মামলার পলাতক আসামী মনতাজকে গ্রেফতারে সৈয়দপুরসহ আশেপাশের বিভিন্ন জেলা ও থানা পুলিশ হন্যে হয়ে খুঁজছিলেন। কিন্তু সে দীর্ঘদিন বিভিন্ন থানার পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পলাতক ছিল। সোমবার (৩০ ডিসেম্বর) সৈয়দপুর থানা পুলিশ সোর্সের মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হয়। পরে একটি মামলার গ্রেফতারি পরোয়ানায় সৈয়দপুর থানার উপ-পরির্শক মো. আকতার -উল করিম সঙ্গীয় পুলিশ নিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে থানায় আনলে তার গ্রেফতারের সংবাদটি গোটা শহরে ছড়িয়ে পড়ে। ফলে সৈয়দপুরের আশেপাশের থানা পুলিশ তার বিষয়ে খোঁজ নেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন থানার পুলিশ সৈয়দপুর থানায় ছুঁটে আসেন। তার গ্রেফতারে কিছুটা হলেও জনমনে স্বস্তি এসেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সদস্য মনতাজ আলী ওরফে মনতাজ ডাকাতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।